বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » উন্নয়ন শিখতে হলে শেখ হাসিনাকে অনুকরণ করতে হবে -এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
উন্নয়ন শিখতে হলে শেখ হাসিনাকে অনুকরণ করতে হবে -এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যাদের জমি নাই, ঘরও নাই এমন অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ বাসস্থানের ব্যবস্থা করে দেয়া শেখ হাসিনার অঙ্গীকার। মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবেনা। দেশ ও জনগনের উন্নয়নের পদ্ধতি শিখতে হলে শেখ হাসিনাকে অনুকরণ করতে হবে । যিনি অল্প সময়ে বাংলাদেশকে উন্নয়ন মহাসড়কে পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে মুজিব জন্মশত বর্ষে প্রথম পর্যায়ের গৃহপ্রাপ্ত পরিবারের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন ও শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি এসএম জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাং, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, চাঁচড়া সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল প্রমূখ।