শনিবার, ১ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সকালে সিআইডির একটি টিম ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে (জুনায়েদ আল কাসেমী) গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হচ্ছে। এরপর তাকে আদালতে হাজির করে প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।