
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » হেফাজত নেতা আইয়ুবী পাঁচদিনের রিমান্ডে।।লালমোহন বিডিনিউজ
হেফাজত নেতা আইয়ুবী পাঁচদিনের রিমান্ডে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মোদী বিরোধী বিক্ষোভে পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় হেফাজতের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবী পাঁচদিনের রিমান্ডে।
সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে আইয়ূবীকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে এখন পর্যন্ত হেফাজতের অন্তত ১৩ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, রাজধানীর মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় গেল সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায় গেল বুধবার হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দির ২১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২০১৩ সালের ৫ই মে শাপলার চত্বরের সমাবেশ থেকে ব্যাপক সহিংসতা চালায় হেফাজত। এসব হামলায় নেতৃত্ব দেন তারা।
এছাড়াও নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে পুলিশের ওপর হামলার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে চার দিনের রিমান্ড দেয়া হয়েছে। গত ৬ই এপ্রিল গ্রেপ্তার হন কথিত শিশু বক্তা রফিকুল।