বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে ডায়রিয়ার প্রকোপ: হাসপাতালকে স্যালাইন প্রদান করেছে লালমোহন উপজেলা প্রশাসন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ডায়রিয়ার প্রকোপ: হাসপাতালকে স্যালাইন প্রদান করেছে লালমোহন উপজেলা প্রশাসন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার এক লিটারের ৫ শত ব্যাগ সিএস স্যালাইন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের কাছে এসব স্যালাইন হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।