শনিবার, ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় সুবিধাভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় সুবিধাভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগানে ভোলার মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ করা হয়েছে। একই সাথে ইউনিয়নের (২০১৯-২০২০) অর্থ বছরে এল,জি,এস,পি-৩ প্রকল্পের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ হতে ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার ও ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। (২০২১-২০২২) অর্থ বছরের ইউনিয়নের ৫৪৭ জন সুধিবাভোগীর হাতে ভিজিডির কার্ড তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগরর সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ,মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোঃআজাদ সহ ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।