বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে সাপের কামড়ে তিন জনের মৃত্যু
ভোলার চরফ্যাশনে সাপের কামড়ে তিন জনের মৃত্যু
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনে সাপের কামড়ে বৃহস্পতিবার সকালে নাজমা বেগম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নজরুল নগরের ৪নং ওয়ার্ডের মহসিনের মেয়ে। এ নিয়ে গত সপ্তাহে সাপের কামড়ে তিন জনের মৃত্যু হয়েছে।
অপর দু’জন হলেন জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের মৃত ইউনুছ বাগার ছেলে কৃষক আলমগীর (৪২)। চরফ্যাশন কলেজের প্রভাষক কামাল উদ্দিনের স্ত্রী চর আফজাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা (৩২) । গত মঙ্গলবার বিকেলে আলমগীর এবং গত রবিবার রাতে ফরজানা সাপের কামড়ে মারা যায়।
চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, সাপে কামড়ের রোগীকে স্থানীয় ওঝা দ্বারা ডোর দিয়ে শেষ মুর্হুতে হাসপাতালে নিয়ে আসে, যখন আমাদের কিছু করার থাকে না। আবার ভেকসিন দিতে রোগীর স্বজনরা সম্মতি না দিয়ে রোগীকে নিয়ে যায় ওঝার কাছে। তখন বিষধর সাপের কামড় দেয়া রোগী গুলো মারা যায়।