বুধবার, ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ীর উপর সন্ত্রাসীদের হামলা
বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ীর উপর সন্ত্রাসীদের হামলা
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি :বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাপরাশী বাড়ীর আব্দুল বারেক-এর ছেলে রুবেলকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেছে কথিত সন্ত্রাসীরা। তথ্য সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী রুবেল ৫/১০/২০১৫ ইং রোজ সোমবার রাত্র আনুমানিক ১১.১৫মিনিটের সময় দোকান বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে পঞ্চায়েত বাড়ীর দরজায় আসলে কাঞ্চন মাতাব্বরের ছেলে রিয়াজ সহ আরো ৩/৪জন দাঁড়ালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে গুরুতর জখম করেন। এসময় আঘাত প্রাপ্ত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরে যায় রুবেল। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। এদিকে তার বাবা জানান, বাজার থেকে আসার পথে তাকে চাপাটি দিয়ে এলোপাতারি আঘাত করলে তিনি পরে গেলে তার কাছে থাকা ৭০,০০০ টাকা এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় দুবৃত্ত্বরা। এসময় তিনিও আঘাত প্রাপ্ত হন বলে জানান। স্থানীয় মাসুদ জানান, তার চিৎকারে আমরা দৌঁড়ে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের বাবা।