সোমবার, ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝরানোর জবাব সরকারকে দিতে হবে’- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝরানোর জবাব সরকারকে দিতে হবে’- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝরোনোর জবাব সরকারকে দিতে হবে। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে একথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার কর্তৃক হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে, দলটির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে যে রক্ত ঝরলো, তার জন্য সরকারকে মাশুল দিতে হবে। মির্জা ফখরুল বলেন, তাদের দল নিজেদের আন্দোলনে বিশ্বাসী। অন্যের আন্দোলন উসকে দেয়ার রাজনীতি বিএনপি করেনা।