সোমবার, ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » পুলিশি বাধায় ময়মনসিংহে বিএনপির কর্মসূচি পণ্ড।।লালমোহন বিডিনিউজ
পুলিশি বাধায় ময়মনসিংহে বিএনপির কর্মসূচি পণ্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। কোনো নেতাকর্মীদের পুলিশ দলীয় কার্যালয়ে যেতে দেয়নি।
সোমবার (২৯ মার্চ) দুপুরে, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে যাবার পথে নতুনবাজার মোড়ে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম কর্মসুচী সংক্ষিপ্ত করে স্লোগান দিয়ে ফিরে যাওয়ার সময় রামবাবু রোডে মিছিলকারীদের সাথে পুলিশের বাধার মুখে ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় পুলিশ মিছিলকারী ৬ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।