রবিবার, ২৮ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটি ২২মে পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটি ২২মে পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় ২২মে পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এই সময়ে নিজের ও অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।
এছাড়া প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।
শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। বাড়িতে থাকার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবই পড়া প্রধান শিক্ষকদের অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে।