বুধবার, ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভােলার লালমােহনে বিদ্যুতায়িত হয়ে মাে. নােমান (১৬) নামের এক কিশােরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুলচরা গ্রামে এ ঘটনা ঘটে। নােমান ওই গ্রামের মােঃ সিরাজ মিয়ার ছেলে।
লালমােহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, দুপুরে নােমান তাদের ঘরে কাজ করছিলাে। সেখানে লােহার একটি দরজার সাথে বিদ্যুতের ত্রুটিপূর্ণ তার লেগে থাকায় নােমান
বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময়
পরিবারের লােকজন তাকে লালমােহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
এ ঘটনায় লালমােহন থানায় জিডিমূলে
নােমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা
হয়েছে বলেও জানান তিনি।