বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের কিশোরীর লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনের কিশোরীর লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে শাহনুর (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বালুচরা গ্রামে কিশোরীর নিজ বসতঘর মেঝে থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাহনুর ওই এলাকার এসলামের মেয়ে।
লালমোহন থানার এসআই সেলিম জানান, ঘরের মেঝেতে কিশোরীর লাশ পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য আগামীকাল ভোলায় প্রেরণ করা হবে। এরপর মৃত্যুর কারণ বলা যাবে।