শনিবার, ৬ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিবন্ধীর দোকান লুটপাট ও ভাঙচুরের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিবন্ধীর দোকান লুটপাট ও ভাঙচুরের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে মোঃ বশির নামের এক প্রতিবন্ধীর দোকান লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড রায়পুরা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ বশির।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুরা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাল পাড়ে দীর্ঘ প্রায় ১০বছর যাবত দোকান করে আসছেন ওই এলাকার মৃত আজহার সাজির ছেলে প্রতিবন্ধী মোঃ বশির। গত শুক্রবার গভীর রাতে তার দোকানের স্থানটি দখলের উদ্দেশ্যে লুটপাট ও ভাঙচুর চালায় একই এলাকার গাইন বাড়ির মৃত ইমাম হোসেন বেপারীর ছেলে ইদরিছ ও ইউনুছ। তাদের সাথে যোগ দেয় মৃত হাকিম আলীর ছেলে নাজিম, দেলোয়ারের ছেলে জুয়েল, মৃত আনিচল হকের ছেলে রফিক ও মৃত আছমত মিয়ার ছেলে মফিজ মাস্টার।
ভূক্তভোগী মোঃ বশির জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় একটা দেড়টার দিকে দোকানের দরজায় টোকা দিয়ে তাকে জাগিয়ে তোলে ইদরিছ, ইউনুছসহ আরও কয়েকজন। এসময় তাদের হাতে দা, ছুরি ও লাঠি ছিল। কোন কিছু বুঝে উঠার আগেই বশিরের মুখ চেপে ধরে হামলাকারীরা। পরে তার দোকানের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ও নগদ প্রায় ২৫হাজার টাকা লুটে নেয় তারা। পরে দোকানঘরটিকে ভেঙে অদুরে ফেলে দেয় হামলাকারীরা। সুযোগ পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলেও হামলাকারীদের ভয়ে সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এমনকি ওই রাতে থানায় ফোন করেও কোন সহযোগীতা পাননি বলেও অভিযোগ করেন ভূক্তভোগী।
পরে স্থানীয় মাদ্রাসার সামনে থেকে নিজেদের একটি ভাসমান দোকান এনে ওই স্থানে বসিয়ে দখলে নেয় হামলাকারীরা।
এ ব্যাপারে জানতে চাইলেও বশির নিজেই নিজের দোকান সরিয়ে নিয়েছে জানিয়ে ইদরিছ বলেন, এটা আমার জায়গা। বশির কে ভাড়া দিয়েছি, সুযোগ বুঝে সে জায়গা দাবি করে জোরপূর্বক বসে থাকতে চেয়েছিল।
লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান বলেন, অভিযোগের আলোকে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।