বুধবার, ৩ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি’-বাম দল || লালমোহন বিডিনিউজ
‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি’-বাম দল || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনকে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি বলে মন্তব্য করেছেন বাম দলের নেতারা।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার সাত আন্দোলনকারীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তারা। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন-নিপীড়নের উদ্দেশ্যে সরকার আইনটি ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বাম দলের নেতারা।
এ সময় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। পরে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা।