বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনের চরে সশস্ত্র মহড়া, উড়ছে লাল নিশান: আতংকিত কৃষকরা।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনের চরে সশস্ত্র মহড়া, উড়ছে লাল নিশান: আতংকিত কৃষকরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল দখলের উদ্দেশ্যে গভীর রাতে সশস্ত্র মহড়া দিয়ে আতংক সৃষ্টি করেছে নোয়াখালীর সুবর্ণ চরের খোকন বাহিনী। বুধবার রাতে খোকনের নেতৃত্বে ৪০/৫০ জনের বাহিনী চরের ঘুমন্ত মানুষের উপর হামলা চালিয়ে এলোপাতারি মারপিট ও ঘরবাড়ি ভাংচুর করে চরের মধ্যে লাল নিশাম উড়িয়ে দিয়ে চলে যায়। এঘটনায় নারী পুরুষ সহ ১৫ জন আহত হলে তাদেরকে চরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চরের বাসিন্দা ময়ফুল বেগম, কৃষক কামালউদ্দিন, মহসীন,নজরুলসহ আহত আরো অনেকে জানান, মেঘনার ভাঙ্গনে অসহায় হয়ে ১৫ বছর আগে স্বপরিবারে তজুমদ্দিনের এই চরে তারা বসবাস করছেন। মাঝে মাঝে বহিরাগত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে লুটপাট ও মারপিট করে। বুধবার গভীর রাতে চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন উত্তর পাশে ঘুমন্ত চরবাসীর উপর খোকন বাহিনী হামলা করে প্রায় ৫শত একর জমিতে লাল নিশান উড়িয়ে দেয়।
চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী জানান, নদী ভাঙ্গা অসহায় মানুষগুলোই মেঘনায় জেগে উঠা চরগুলোতে বসবাস করে। চরমোজাম্মেলের প্রায় ১০ হাজার মানুষের নিরাপত্তা প্রয়োজন।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর বলেন, প্রায় সময়ই চরের নিরীহ মানুষের উপর বহিরাগতরা হামলা ও লুটপাট চালায়। চরবাসী আতংকে রয়েছে, নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প প্রয়োজন। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, বুধবার গভীর রাতে চরমোজাম্মেল বহিরাগতদের প্রবেশ করার সংবাদ পেয়েছি। সকালে স্প্রিডবোর্ড যোগে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।