সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | যশোর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে; বললেন সিইসি।।লালমোহন বিডিনিউজ
শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে; বললেন সিইসি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ৬০ শতাংশের ওপর মানুষ ভোট দিচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) যশোরের কেশবপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। পৃথিবীর সবখানেই নির্বাচনে কিছু সহিংস ঘটনা ঘটে। প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষের মধ্যে সহনশীলতার অভাব দেখা দেয়। কিন্তু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, এসব কথা মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার।
আদালতের একাধিক আদেশের কারণে ২৮শে ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন করতে চায় কমিশন।