রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘বর্তমান রাষ্ট্রব্যবস্থা গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র’-জিএম কাদের।।লালমোহন বিডিনিউজ
‘বর্তমান রাষ্ট্রব্যবস্থা গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র’-জিএম কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের বর্তমান রাষ্ট্রব্যবস্থাকে গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র বলা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে চেতনাকে সামনে রেখে ভাষা শহিদরা রক্ত দিয়েছেন তা আজও বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ‘দেশে সামাজিক বৈষম্য বেড়েই চলেছে।’ বর্তমান অবস্থা থেকে মুক্ত হতে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গড়ে তোলায় জোর দেন জিএম কাদের।