শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার কন্যা ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শীতায় বাংলাদেশ করোনা যুদ্ধে বিজয়ী হয়েছে। করোনার দুর্যোগকালীন সময়ে তাঁর দূরদর্শীতা ও সহযোগিতায় আমরাও করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছি। করোনাকালীন সময়ে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও সাংবাদিকরাও কাজ করেছেন। হট লাইন সেবা চালু করে করোনা রোগী ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি আমরা।
এমপি শাওন আরও বলেন, বিশ্বের ৮টি দেশ করোনার ভ্যাকসিন পেয়েছে। যার মধ্যে বাংলাদেশ ও রয়েছে। এ ভ্যাকসিন আনা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহসিন খাঁন প্রমূখ।