শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ষড়যন্ত্রকারীদের ঠাঁই বাংলার মাটিতে হবেনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
ষড়যন্ত্রকারীদের ঠাঁই বাংলার মাটিতে হবেনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, পাকিস্তানী প্রেতাত্মাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আজ সারাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ। একটি কুচক্রি মহল সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় দেশ ও আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
শনিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় দেশ ও সরকার বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, লালমোহন-তজুমদ্দিনের সাধারণ জনগণ তাদের সেবার জন্যই আমাকে নির্বাচিত করেছেন। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এ এলাকার মানুষকে কষ্টে থাকতে দিবো না। যতদিন বেঁচে আছি এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।
পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন এমপি শাওন ও তাঁর সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না। এ সময় করোনার টিকা নিরাপদ জানিয়ে সকলকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান জানান তিনি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।