শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনার টিকা নিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
করোনার টিকা নিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা গ্রহণ করেন তিনি। এদিন একই সাথে টিকা গ্রহণ করেন এমপি শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না।
এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাপূর্বক সকলকে টিকা গ্রহণের আহবান জানিয়ে এমপি শাওন বলেন, করোনার টিকা নিরাপদ। দেশের মানুষের স্বার্থে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন করেছেন প্রধানমন্ত্রী। তাই সকলেরই টিকা গ্রহণ করা উচিৎ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চযোগে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে শনিবার সকালে লালমোহন লঞ্চঘাটে এসে পৌঁছান এমপি শাওন। এসময় তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। পরে সকাল ১০টায় দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশে যোগদান করেন তিনি।