শনিবার, ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৪টি দোকান পুড়ে ছাই
লালমোহনের গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৪টি দোকান পুড়ে ছাই
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু লালমোহন :ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘঠেছে ।
জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার সময় গজারিয়া বাজারের পশ্চিম পার্শ্বে একটি মুড়ির মিল থেকে বৈদ্যূতিক শর্টসার্কিটের ফলে অগ্নিকান্ডের সূত্রপাত ।
লালমোহন ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয় ।
অগ্নিকান্ডে মোফাজ্জলের মুড়ির মিলসহ মিলের পার্শ্বেবর্তী মো: জামাল উদ্দিনের লিজা বেকারী, আ: মতিন ফরাজির টিনের দোকান, মো: বাবুলের লেপ-তোষকের দোকান ভষ্মিভূত হয়েছে ।
দোকান মালিকরা জানান, এই অগ্নিকান্ডে আমাদের প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । আমরা একেবারে নি:স্ব হয়ে পথে বসে গেছি ।
এ ব্যাপারে পশ্চিম চরউমেদ ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু ইউসুফ জানান, অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । শনিবার সকালে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন এবং স্থানীয় চেয়ারম্যান আবু ইউসুফ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানু পরিদর্শন করেন ।