মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ড. এমএ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ড. এমএ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টুঃ ভোলার লালমোহনে বাংলাদেশের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আসর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় ড. এমএ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন তিনি।
পরে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ শাহে আলমের পরিচালনায় দোয়া মোনাজাতে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।