সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আইনি জটিলতা: পিছিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।।লালমোহন বিডিনিউজ
আইনি জটিলতা: পিছিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আইনি জটিলতায় পিছিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২১শে মার্চের মধ্যে ৭৫২ ইউনিয়ন পরিষদে ভোট করার বাধ্যবাধকতা থাকলেও পিছু হটছে নির্বাচন কমিশন।
২রা মার্চ ভোটার তালিকা চূড়ান্ত করে সিডি প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন করা সম্ভব নয় বলেও জানান কমিশনার কবিতা খানম। জুনের মধ্যে চার হাজার তিনশ’ ২১টি ইউনিয়ন পরিষদের ভোট শেষ করতে হবে ইসিকে।
দেশে ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৪৮৩টি। এর মধ্যে ২০১৬ সালে ছয় ধাপে ভোট হয় ৪ হাজার ৩২১টিতে এবং অন্যান্য সময়ে ভোট হয়েছে ১৬২টিতে।
পাঁচ বছর মেয়াদ অনুযায়ী ২১শে মার্চের মধ্যে নির্বাচনি সময় শেষ হবে ৭৫২ ইউনিয়ন পরিষদের। ৩০শে মার্চ মেয়াদ শেষ হচ্ছে ৬৮৪ টির।
৬৮৫ ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে ২২ শে এপ্রিল। ৬ইমে সময় শেষ হবে ৭৪৩ টির। ২৭শে মে সময় শেষ হবে ৭৩৩ ইউনিয়ন পরিষদের এবং ৩রা জুন শেষ হবে ৭২৪ ইউনিয়ন পরিষদের মেয়াদ।
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগেই নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও এই সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় সঠিক সময়ে নির্বাচন করতে পারছে না কমিশন।
নির্বাচন কমিশনার কবিতা খানম জানান,৫ বছর পূর্ন হওয়ার ১৮০ দিনের মধ্যে যদি আমি করতে না পারি তখনোতো আমি এই রেফারেন্সটা দেবো যে আমার ভোটার তালিকা রেডি নাই। ভোটার তালিকা কম্পাইল না হওয়া পর্যন্ত আমি করতে পারবো না। আইন দাড়াই বাধা গ্রস্থ হয়ে আছি।
তিনি জানান, তালিকা চূড়ান্ত না হলে নতুন ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদান করতে পারবেন না। তাই আইনি জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে ইসিকে।
ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি রমজানের আগে বড় পরিসরে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।
তবে ৭ই এপ্রিল পৌরসভার ষষ্ঠ ধাপের সঙ্গে খুবই অল্প পরিসরে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করছে ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন আইন অনুযায়ী ‘দৈব-দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত পাঁচ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত কিংবা অনধিক ৯০ দিন পর্যন্ত, যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।’
রমজান এবং ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় বর্তমানে এই আইনেই এগুচ্ছে ইসি। গতবারের মতো এবারের ইউনিয়ন পরিষদের ভোটও হবে দলীয় প্রতীকে।