বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিশু বিয়ের কারণ, প্রভাব ও প্রতিকার বিষয়ক সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিশু বিয়ের কারণ, প্রভাব ও প্রতিকার বিষয়ক সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শিশু বিয়ের কারণ, প্রভাব ও প্রতিকারের উপায় নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। এর আয়োজন করেছে কোস্ট ট্রাস্ট। সহযোগিতা করেছে ইউনিসেফ ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রনালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, কোস্ট ট্রাস্টের যুগ্ম পরিচালক ইকবাল আহমেদ, এপিসি প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, উপজেলা সমন্বয়কারী ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।