রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মুজিববর্ষ উপলক্ষে মনপুরা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
মুজিববর্ষ উপলক্ষে মনপুরা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা মুজিব শতবর্ষ উপলক্ষে ইলেভেন ষ্টার, ডাক বাংলা মোড় হাজিরহাট এর আয়োজনে মনপুরা গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০/২১ এর ফাইনাল খেলা সম্পূর্ণ হ’য়েছে। এই জমজমাট আসরে ২০ টি দল অংশ গ্রহণ করেন।
শনিবার (৩০শে জানুয়ারি) বেলা ২টায় হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাশরাফি একাদশের মুখোমুখি হয় হাজিরহাট ফ্যালকন একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে মাশরাফি একাদশ। দলের পক্ষে ৪৭ রান করেন রায়হান রাজ।
জবাবে ব্যাট করতে নেমে হাজিরহাট ফ্যালকন একাদশ নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। ৩৪ রানে জয়লাভ করেন মাশরাফি ক্রিকেট একাদশ।ফাইনাল খেলায় আম্পায়ারিং করে আফাজ উদ্দিন ও আকাশ চন্দ্র দাস। তাছাড়া খেলায় অংশগ্রহন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত হায়ার খেলোয়াড় বৃন্দু।ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টি -টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বরিশাল ফরচুনের তানভীর ইসলাম মাশরাফি ক্রিকেট একাদশের পক্ষ হয়ে খেলায় অংশ গ্রহণ করেন।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনপুরা প্রেসক্লাবে সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইরফানউল্লাহ (অনি) চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি একে এম শাহজাহান মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাশরাফি ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব অলিউল্লাহ কাজল, মুক্তিযুদ্ধো কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া,আ’লীগের তথ্য বিষয়ক সম্পাদক নাজিমউদ্দীন হাওলাদার,আ’লীগের সদস্য হেলাল উদ্দিন, সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফরাজি,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ফরাজি,ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন ফরাজি, দখিনাহাওয়া সী বিচে এডমিন সাথী কাজল, মাশরাফি ক্লাবের উপদেষ্টা মোহরলাল চক্রবর্তী প্রমুখ ।