শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এইচএসসির ফল প্রকাশ: শতভাগ পাস, জিপিএ-৫ দেড় লক্ষাধিক।।লালমোহন বিডিনিউজ
এইচএসসির ফল প্রকাশ: শতভাগ পাস, জিপিএ-৫ দেড় লক্ষাধিক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকে পাস করানো হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
এইচএসসি ও সমমানে গত বার পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২।
এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, কুমিলা বোর্ডে ৯ হাজার ৩৬৪ জন, বরিশাল বোর্ডে ৫ হাজার ৫৬৮ জন, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ২৪২ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ৪৮ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৪ হাজার ১৪৫ জন জিপিএ-৫ পেয়েছেন। ৩৯৬ জন জেএসসি ও এসএসসি দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেলেও এবার পাননি। এই সংখ্যা ২০১৯ সালে ছিল ৪৫৮৬৫ জন।
শিক্ষামন্ত্রী জানান, ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সে আবেদন করতে পারবে। এবার পরীক্ষা না হওয়ায় ব্যয় কম হয়েছে, অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এসময় সন্তানদের অসুস্থ প্রতিযোগিতায় ঠেলে না দেয়ার আহ্বান জানান তিনি।
ফলাফল সংগ্রহের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষেধ উল্লেখ করে করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফল পেতে ক্লিক করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট, এডুকেশন বোর্ড রেজাল্টস ডট, জিওভি ডট, বিডি www.educationboardresults.gov.bd তে। এসএমএসের মাধ্যমে ফল পেতে আগেই প্রি রেজিস্ট্রেশন করতে হবে। HSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস টু- জিরো- টু- জিরো (2020) টাইপ করে পাঠাতে হবে ওয়ান সিক্স-টু -টু -টু (16222) নম্বরে।
২০২০ সালে ১১ শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিলো। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও নেওয়া যাচ্ছে না। কিন্তু আইনে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান থাকায় তা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান যুক্ত করতে হয়েছে।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ গেজেট প্রকাশ করে সরকার। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক নয়টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এ ক্ষমতা দেয় সরকার।
গেজেটে বলা হয়ে, চলমান বৈশ্বিক মহামারি করোনাজনিত কারণে ২০২০ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ডগুলোকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।