শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাকে রক্ষা করতে চাওয়ায় শিশুর হাত ভেঙে দিল চাচা! ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাকে রক্ষা করতে চাওয়ায় শিশুর হাত ভেঙে দিল চাচা! ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের যৌতুক না পেয়ে স্বামী-দেবর এবং তাদের পরিবারের লোকজনের হামলায় আহত রিনা আক্তার (৩২) নামের এক মা কে রক্ষা করতে গিয়ে চাচার লাঠির আঘাতে হাত ভেঙে গেছে শিশু ছেলে আপনের (৮)। এ ঘটনায় আহত হয়েছেন ওই গৃহবধূর মা রাসু বিবি।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরপাতা গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০১ সালে ওই এলাকার বেপারি বাড়ির আবুল হোসেনের মেয়ে রিনা আক্তারের সাথে পার্শ্ববর্তী সোনা মিয়া খাঁ বাড়ির মৃত মোফাজ্জল খাঁ’র ছেলে শফিকুলের সাথে বিবাহ হয়। এ দম্পত্তির দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী শফিকুল ৭বছর প্রবাসে চাকুরির মধ্যে ৩বার এলাকায় আসেন। তবে পূর্বে স্ত্রী সন্তানের মোটামুটি খোঁজ খবর রাখলেও গত ২বছর যাবত পুরোপুরি ভরণ পোষণ বন্ধ রাখেন স্বামী শফিকুল। তাই বাধ্য হয়ে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে থাকতেন রিনা আক্তার।
রিনা আক্তার অভিযোগ করেন, স্বামীর কথায় বাবার বাড়ি থেকে টাকা নিয়ে স্বামীর বাড়িতে ঘর তোলেন তিনি। কিন্তু এবার তার স্বামী শফিকুল খাঁ এবার প্রবাস থেকে এসে আরও যৌতুক দাবি করে। তা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার সন্ধ্যায় স্বামীসহ দেবর নয়ন খাঁ, জাহাঙ্গীর খাঁ, নুর ইসলাম খাঁ, ননদ নুর নাহার ও জাঁ নাজমা বেগম একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় দেবর নয়ন দাঁ দিয়ে তার মাথায় কোপ দেয়। রক্তাক্ত মাকে রক্ষা করতে গেলে জাহাঙ্গীর ও নয়নের লাঠির আঘাতে হাত ভেঙে যায় শিশু সন্তান আপনের। বাঁচাতে আসলে মা রাসু বিবির মাথায় কোপ দেয় স্বামী শফিকুল। পরে রক্তাক্তবস্থায় লালমোহন থানায় গেলে আগে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয় থানা পুলিশ।
কিন্তু এ সুযোগে স্বামীর পরিবারের লোকজন মিথ্যে নাটক সাজিয়ে উল্টো বাবা আবুল হোসেনসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা করে বলেও জানান রিনা আক্তার।
এ ব্যাপারে জানতে চাইলে হামলার বিষয়টি অস্বীকার করে শফিকুল খাঁ জানান, ওইদিন তারা আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে এসে ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে এবং তারাই আমার লোকজনের উপর হামলা করেছে।
এদিকে যৌতুকের দাবিতে গৃহবধূসহ তার পরিবারের উপর হামলার ঘটনায় ন্যায্য বিচার পেতে প্রশাসনের সৃ-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।