শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে ১০ হাজার মিটার অবৈধ জাল ও ১৪ টি লোহার নোঙ্গর আটক করেছে কোষ্ট গার্ড।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার মেঘনা নদী থেকে এসব জাল আটক করা হয়।
পরে আটক জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নোঙ্গর গুলি নিলামে বিক্রি করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মৎস্য সম্পদ ধ্বংস কারী অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন-২০২১ বাস্তবায়নে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গুরিন্দাখাল ও শশীগঞ্জ ঘাট এলাকা থেকে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল, ১৪টি লোহার নোঙ্গর আটক করা হয়। পরে আটক জাল শশীগঞ্জ স্লুইজ ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং গেরাপি গুলি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী প্রমুখ।