বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত-৬।। লালমোহন বিডিনিউজ
ভোলায় দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত-৬।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধিঃ ভোলা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে শহরের ভদ্রের পোল ও স্টেডিয়াম রোড এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম ও অবিনাশ নন্দি সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে এক সংবাদ সম্মেলনে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী। তিনি বলেন, গণসংযোগের সময় মঞ্জুরুল ইসলাম সমর্থকরা পেছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায় । এতে প্রার্থী অবিনাশ নন্দিসহ তার পাঁচ সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অবিনাশ নন্দি।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম দাবি করেন, প্রতিপক্ষ অবিনাশ নন্দির সর্মথকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে করে তার এক সমর্থক আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।