শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চেয়ারম্যান কর্তৃক পিতাকে নির্যাতনের বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে চেয়ারম্যান কর্তৃক পিতাকে নির্যাতনের বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ কর্তৃক আবুল কালাম নামের এক ব্যক্তিকে জনসম্মুখে মারধরের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর মেয়ে সীমা আক্তার।
শুক্রবার বাদ আছর লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে সীমা আক্তারের বাবা আবুল কালাম ও বড় বোন রাজিয়া সুলতানা মুন্নি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর মেয়ে সীমা আক্তার বলেন, ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামে তার বাবার দখলীয় সম্পদ জোরপূর্বক দখল করতে চায় একই এলাকার হারিছ মাঝির ছেলে মুসা। এ বিষয়ে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান দুইবার শালিসি করেন। তারই ধারাবাহিকতায় আগামী ২৬ জানুয়ারি ফয়সালার দিন ধার্য ছিল। কিন্তু ওই সময়ের আগেই গত ১৯জানুয়ারি রাতে চৌকিদার দিয়ে বাবাকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনার মসজিদ এলাকায় ডেকে নিয়ে শাসিল মিমাংসার আগেই চেয়ারম্যানের কাছে ১লক্ষ ৬৫হাজার টাকা জমা দিতে বলেন চেয়ারম্যান।
বাবা যখনই ২৬তারিখ ফয়সালা দিন ধার্যের কথা উল্লেখ্য করেন, তখনই ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে বাবাকে চড় থাপ্পর মারতে শুরু করে চেয়ারম্যান মুরাদ ও তার ভাই মামুন।
পরে বাবাকে চেয়ারম্যানের হাত থেকে উদ্ধারের জন্য ৯৯৯ এ কল করে প্রশাসনের আশ্রয়ে অবশেষে তাকে উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন সীমা আক্তার।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চেয়ারম্যানের হাত থেকে বাবাকে উদ্ধারের পর লালমোহন থানায় মামলা দিতে গেলেও মামলা নিতে রাজি হয়নি লালমোহন থানার ওসি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, ২০১২ সালে আবুল কালাম একই এলাকার মোস্তফার কাছে জমি বিক্রির কথা বলে এক লক্ষ ৬০ হাজার নেন। পরে মোস্তফাকে টাকা ফেরৎ না দিয়ে ওই্ জমি অন্যত্র বিক্রি দেয়। স্থানীয়দের ফয়সালার মাধ্যমে মোস্তফাকে ৯৫ হাজার টাকা ফেরৎ দিলেও বাকি টাকা ফেরৎ দেয়নি। ওই টাকা ফেরৎ দিবে বলে আমার থেকেও আবুল কালাম কয়েকবার সময় নেয়। ২০ জানুয়ারী সেজন্য তাকে ডাকাই। তার কাছ থেকে টাকা চাইলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে, যার জন্য তাকে কয়েকটা চড় থাপ্পর মেরেছি।
এদিকে প্রকাশ্যে বাবার উপর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ ও তার ভাই মামুনের অমানবিক অত্যাচার এবং তাদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীণতায় ভূগছেন জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার দাবি করে প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।