বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘বিএনপি সব কিছুতেই লুটপাট দেখে’-তথ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘বিএনপি সব কিছুতেই লুটপাট দেখে’-তথ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নিজেরা লুটপাটের দল বলেই বিএনপি সবকিছুতে লুটপাট দেখে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি।
সরকার ভ্যাকসিন নিয়ে লুটপাট করছে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি মনে করেছিল, এই করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না। বিএনপি যখন সবকিছুতেই ব্যর্থ হচ্ছে, তখন ভ্যাকসিন নিয়ে লুটপাটের কাল্পনিক কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা ফ্রন্টলাইন ফাইটার, তাদেরকে দেয়া হবে। এভাবেই সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে লুটপাট কেন দেখতে পাচ্ছে সেটা আমি জানি না। যারা সবসময় লুটপাটের কথা চিন্তা করে তারা হয়তো এ ধরনের চিন্তা করতে পারে।
অনুষ্ঠানে সংবাদপত্র পরিষদের উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সম্পাদক পরিষদের পক্ষে ১০ দফা দাবি তুলে ধরেন।