মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রতিনিধিত্ব নয়, এলাকাবাসীকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেয়াই আমার মূল লক্ষ্য-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
প্রতিনিধিত্ব নয়, এলাকাবাসীকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেয়াই আমার মূল লক্ষ্য-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রতিনিধিত্ব নয়, এলাকাবাসীকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেওয়াই আমার মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি ভালবাসা ব্যক্ত করে নিজের ভ্যারাফাইড ফেসবুক পেজে একথা তুলে ধরেন এমপি শাওন।
তিনি বলেন, “আমার মূল লক্ষ্য লালমোহন-তজুমদ্দিনের মানুষের প্রতিনিধিত্ব করা নয়। আমার লক্ষ্যই হলো এ অঞ্চলের মানুষের শান্তিতে বসবাসের সুযোগ করে দেওয়া। জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানে আমার নির্বাচনী এলাকা কোন অংশেই পিছিয়ে নেই ইনসাল্লাহ।”
উল্লেখ্য, ২০১০ সালের এপ্রিলে একটি উপ-নির্বাচনের মধ্য দিয়ে লালমোহন-তজুমদ্দিন আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
তাঁর সংসদ সদস্য পদের ১০ বছরে লালমোহন-তজুমদ্দিনবাসীর সেবায় ব্রত থেকে দ্বীপবন্ধু উপাধীতে ভূষিত হন তিনি। মহামারি করোনাকালীন সময়ে সাধারণ মানুষের জীবন জীবিকা নিশ্চিতে নিজেই বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছানোসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদানে করােনাযোদ্ধা হিসেবেও খ্যাতি অর্জন করেন।