মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সাংবাদিক মিজানুর রহমানের দাফন।।লালমোহন বিডিনিউজ
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সাংবাদিক মিজানুর রহমানের দাফন।।লালমোহন বিডিনিউজ
লালমাহন বিডিনিউজ, ডেস্ক : দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান খানকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
সোমবার (১১ই জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গেল বছর ২৭শে নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। প্রথমে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে, অবস্থার অবনতি হলে ১০ই ডিসেম্বর ভর্তি করা হয় মহাখালী ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিলো। তার মরদেহ রাখা হয় বারডেমে। আজ সকাল দশটায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে হবে প্রথম জানাজা।
পরে সাড়ে দশটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবং বেলা এগারটায় জাতীয় প্রেসক্লাবে আরেক দফা জানাজা শেষে তার মরদেহ নেয়া হবে কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সামনে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হবে তাকে।