রবিবার, ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় লালমোহনের ইউপি সদস্যের মৃত্যুঃ এমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় লালমোহনের ইউপি সদস্যের মৃত্যুঃ এমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল আলম টুলু নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)
রবিবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে চরফ্যাশন বাজারের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম টুলু মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ছিলেন।
জানা যায়, লালমোহন থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশনে নিজের মালবাহী ট্রাক দেখতে গিয়েছিলেন টুলু মেম্বার। সেখান থেকে ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে দূর্ঘটনার শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে আশরাফুল আলম টুলু মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।