শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে’-ড. বেনজীর।।লালমোহন বিডিনিউজ
‘পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে’-ড. বেনজীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, কোনও পুলিশ সদস্য অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবেনা।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক।
এ সময় তিনি আরও বলেন, ‘কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এছাড়া কেউ যদি পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে কোনও অপকর্মে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান।
পুলিশ বাহিনীতে কোনও মাদকাসক্ত সদস্য থাকতে পারবে না উল্লেখ করে আইজিপি বলেন, ‘মাদকাসক্ত পুলিশ সদস্যদের স্থায়ী বরখাস্ত করা হবে।তাদের পুলিশ বাহিনী থেকে বের করে দেয়া হবে।’