বুধবার, ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বামজোটের বিক্ষোভ।।লালমোহন বিডিনিউজ
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বামজোটের বিক্ষোভ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অভিমুখে যেতে চাইলে রাস্তা আটকে দেয় পুলিশ। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস হাসপাতালের সামনে সমাবেশে করেন বাম জোটের নেতারা।
এ সময় একাদশ জাতীয় নির্বাচন অবৈধ দাবি করে রাষ্ট্রপতিকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্তের দাবি জানান তারা। একইসঙ্গে ইভিএম কেনায় দুর্নীতির অভিযোগেও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান বাম জোটের নেতারা।