সোমবার, ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: লালমোহনে বর্ণাঢ্য র্যালি।।লালমোহন বিডিনিউজ
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: লালমোহনে বর্ণাঢ্য র্যালি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তজা সজীব ও যুগ্ম আহবায়ক হাসান হাওলাদারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে দলের শৃঙ্খলা রক্ষায় কাজ করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহবান করেন তিনি। পরে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ ।