সোমবার, ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনার ভ্যাকসিন নিয়ে সিরাম কোম্পানি ও পররাষ্ট্র মন্ত্রনালয় ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আলোচনা হয়েছে, তাই ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভ্যাকসিন বিষয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। গভমেন্ট টু গভমেন্ট চুক্তি হবার কারণে ভারতের থেকে ভ্যাকসিন পেতে বাধা নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্যসচিব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য যে টাকা দেবার কথা ছিল তা আজ বা আগামীকালের মধ্যে দিয়ে দেয়া হবে। তবে কবে নাগাদ ভ্যাকসিন আসবে তা আর এখন বলা যাচ্ছে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে, স্বাস্থ্যসচিব জানিয়েছেন, বাংলাদেশ ভারতের মাঝে করোনার ভ্যাকসিন বিষয়ে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের ভ্যাকসিন পেতে বাধা নেই। ভ্যাকসিনের রপ্তানি বিষয়ে ভারতে নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সচিব আরো জানিয়েছেন, ভ্যাকসিন টার্গেটেড সময়েই পাওয়া যাবে।
এদিকে, বেক্সিমকোর সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই ভারত থেকে করোনার ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
ভ্যাকসিন প্রয়োগের জন্য বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতির দেয়ার এক মাসের মধ্যে দেশে ভ্যাকসিন আসবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, উনারা কেউ নেগেটিভলি বলেন নি। তারা আমাদের বলেছেন, আপনারা আশাহত হবেন না। বাংলাদেশের চুক্তি অনুযায়ী আপনারা আপনাদেরটা পাবেন।