রবিবার, ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মওদুদ।।লালমোহন বিডিনিউজ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মওদুদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রক্তস্বল্পতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।
তিনি বলেন, স্যারের রক্তের হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ায় গত ৩০ ডিসেম্বর এভার কেয়ার হসপিটালে ভর্তি হন। আজকে উনার অবস্থা ভালো। রক্তে হিমোগ্লোবিনের অবস্থাও বৃদ্ধি পেয়েছে। স্যার সুস্থ আছেন।
চিকিৎসকরা বলেছেন, ২/১ দিনের মধ্যে ছাড়পত্র পেয়ে বাসায় যেতে পারবেন। করোনা পরীক্ষাও করা হয়েছে যার ফলাফল নেগেটিভ বলে জানান সুজন।
আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।