রবিবার, ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আজ সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
আজ সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সৎ রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
রবিবার (৩ জানুয়ারি) সকালে সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তার বোন। বলেন, সৈয়দ আশরাফ ছিলেন আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি। দুঃসময়ে দলকে নেতৃত্ব দিয়ে নিজের রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ রেখে গিয়েছেন তিনি।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বনানী মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় হয় দোয়া মাহফিল।
সৈয়দ আশরাফ ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।