শনিবার, ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ গ্রেফতার-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ গ্রেফতার-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে গাঁজাসহ সজিব (২১) ও সুজন (২০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩১ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে তাদের কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটক সজিব সুবাশ ভোলা সদর থানার দক্ষিণ বালিয়া ৫নং ওয়ার্ডের সুবাশ দেবনাথের ছেলে এবং সুজন লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড জাইল্যাপাড়া এলাকার বিশ্বনাথ দে’র ছেলে।
জানা যায়, লালমোহন থানার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম খান, এএসআই (নিঃ) মোঃ লিটন হাওলাদার, এএসআই (নিঃ) মোঃ হাসান মাহামুদ, এএসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান-০২ ও এএসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম মাদক অভিযানকালে সজিব ও সুজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১, তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ইং।