শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে-ফখরুল।।লালমোহন বিডিনিউজ
গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে-ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে; আর সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি। এসময় মির্জা ফখরুল ২০২১ এ দেশ করোনা ও স্বৈরাচারমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন। জানান, বিএনপি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের শপথ করেছে।
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হবে বলে জানান বিএনপি মহাসচিব। সরকার জনগণের ন্যায় সঙ্গত দাবি উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি।