
শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » গুজব প্রতিরোধে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি।।লালমোহন বিডিনিউজ
গুজব প্রতিরোধে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গুজব প্রতিরোধে কাজ করবে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।
শুক্রবার (১ জানুয়ারী) নতুন কমিটি নিয়ে সকালে ধানমণ্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর একথা জানান কমিটির সদস্য সচিব আবদুস সবুর। এ সময় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান হোসেন মনসুর এবং সদস্য সচিব আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর।
সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি পূর্ণাঙ্গ হবার পর কমিটির সকলকে নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। ৭২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ১১ জন সংসদ সদস্য, প্রকৌশলী ও সাবেক ছাত্রনেতারা।
সদস্য সচিব আবদুস সবুর জানান, গুজব প্রতিরোধে জয়বাংলা অ্যাপসের মাধ্যমে ইতিমধ্যে ১৪ কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে আরো সামনে এগিয়ে নিতে কাজ করবে এ কমিটি।