বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আওয়ামী লীগে থাকা সুযোগ সন্ধানীদের বাদ দেয়ার প্রক্রিয়া শুরু-তথ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
আওয়ামী লীগে থাকা সুযোগ সন্ধানীদের বাদ দেয়ার প্রক্রিয়া শুরু-তথ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগে থাকা সুযোগসন্ধানীদের বাদ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের দলকে আরো সুসংহিত করতে চাই। আমরা মনে করি, দলের কারণেই আজ আমরা রাষ্ট্র ক্ষমতায়। দলের মধ্যে যদি সুযোগ সন্ধানীরা থাকে, দলের মধ্যে বিভিন্ন কারণে নিজস্ব স্বার্থ হাসিলে দল করে তাদের জন্য দল ক্ষতিগ্রস্ত হয়। আমরা এ ধরনের যারা দলের মধ্যে অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে দলীয় পদ থেকে দল থেকে বাদ দেওয়ার সেই কাজটা শুরু করেছি। আগামী বছরও সেটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, গত ১২ বছরে দেশের জনগণ বহুদূর এগিয়ে গেছে। ২০২০ সালে বাংলাদেশের বড় অর্জন পদ্মসেতু। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ প্রায় শেষপর্যায়ে। এ বছরের আরও বড় অর্জন হলো- করোনাকালেও বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে। ১ হাজার ৯০০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। এসব বিএনপি নেতাদের চোখে পড়ে না। কারণ তারা তো অন্ধকারের মধ্যে আছে। চোখ থাকতেও তারা চোখ বন্ধ করে আছেন। আমি আশা করি- আগামী বছর তারা চোখ খুলবেন।