মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি।।লালমোহন বিডিনিউজ
আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনি্উজ, ডেস্ক : ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়াও দেশব্যাপী জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি-র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় রিজভী আহমেদ আরও বলেন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর কালো রাতে ভোট ডাকাতি করেছে সরকার। ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ক্ষমতাসীনরা যা করেছে তা ছিল এক নোংরা যুদ্ধ। সরকার অভিনব ও নজিরবিহীন উপায়ে ভোটচুরি করেছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এখন পর্যন্ত কোন সুষ্ঠু নির্বাচনই হয়নি। ৪২ জন সচেতন নাগরিক ইসি’র বিচারের যে দাবি তুলেছে তা দেশের জনগণের দাবি বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সরকারের গোলাম হয়ে কাজ করছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।