শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিয়ের দাবীতে ছেলের বাড়ীতে মেয়ের অবস্থান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিয়ের দাবীতে ছেলের বাড়ীতে মেয়ের অবস্থান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহনে বিয়ের দাবীতে ছেলের বাড়ীতে মেয়ের অবস্থান করার সংবাদ পাওয়ায় গেছে।
জানাযায় চরভুতা ৭ নং ওয়ার্ডের মফিজ মেম্বার বাড়ীর প্রবাসী জসিম উদ্দিনের ছেলে কামরুলের সাথে মোবইলের মাধ্যমে ধলীগৌরনগর ৮নং ওয়ার্ডের ফলিস চৌকিদার বাড়ীর সাত্তারের মেয়ে মিতুর সাথে প্রায় তিন মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের অন্যত্র বিয়ে হওয়া সত্বেও তাকে বিয়ের প্রলোভন দিয়ে জসিম মেয়েকে নিয়ে গোপনে ঢাকা চলে যায় ।
প্রায় ১৪/১৫ দিন স্বামী স্ত্রীর মত ঢাকা অবস্থান করার পর কামরুল মেয়েকে ঢাকা রেখে পালিয়ে বাড়ীতে চলে আসে। মেয়েও নিরুপায় হয়ে বাড়িতে চলে আসে এবং শুক্রবার দুপুর আড়াইটায় কামরুল বাড়ীতে অবস্থান করে।
এব্যাপারে ভিকটিম বলেন, আমার সাথে কামরুলের মোবইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। আমার অন্যত্র বিয়ে হলেও সে আমাকে বিয়ের প্রলোভন দিতে থাকে এবং সেখান থেকে চলে আসতে বলে। ডিসেম্বরের ২ তারিখে সে আমাকে গোপনে লঞ্চে ঢাকা নিয়ে যায় এবং ১৩ / ১৪ দিন একই বাসায় স্বামী স্ত্রীর মত আমাকে ব্যবহার করে।ঢাকাতে যাওয়ার কিছু দিনের মধ্যেই কামরুল আমার উপর বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে এবং ১৬ ডিসেম্বর আমার খাবারের সাথে ঘুমের ্ঔষধ দিয়ে আমাকে অচেতন অবস্থায় ঢাকা রেখে বাড়ীতে চলে আসে। আমি নিরুপায় হয়ে বাবার বাড়ীতে চলে আসি।
আজ দুপুরে কামরুলের খোজে তাদের বাড়ীতে আসলে তার মা ঘরের দরজা বন্ধ করে দেয় । ঐ বাড়ীর কেউ আমাকে সহযোগীতা না করায় আমি পুলিশের সহযোগীতার জন্য ৯৯৯ ফোন দেই।
বর্তমানে কামরুল আমাকে বিয়ে না করলে আমার মরন ছাড়া আর কোন উপায় থাকবে না।
কামরুল পালিয়ে থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্বভ হয়নি
এব্যাপারে কামরুলের নানা মোফাজ্জল মেম্বার বলেন, আমার নাতি মেয়ের সাথে কোন অপর্কম করে থাকলে মেয়ের দাবী অনুযায়ী শরীয়ত মত যা করার তাই করব।
খবর পেয়ে লালমোহন থানার পুলিশ মেয়েকে থানায় নিয়ে আসে।
এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
।