বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ- বললেন সিইসি।।লালমোহন বিডিনিউজ
অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ- বললেন সিইসি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মিথ্যা তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে ৪২ বিশিষ্ট নাগরিক। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে, নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় কে এম নুরুল হুদা বলেন, ইসিতে নিয়োগ নিয়ে কোন দুর্নীতি হয়নি। কোন প্রমাণ ছাড়াই ইসিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ আনাকে ভিন্ন কোনো উদ্দেশ্য।
তিনি আরো বলেন, ইভিএম আমদানি করেনি ইসি। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এটি কেনা হয়। সেখানে নির্বাচন কমিশনের দুর্নীতি করার কোন সুযোগ নেই। ভোটের অনিয়ম প্রমাণ হলে নির্বাচন কমিশন সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে। একটি জিপ এবং একটি কার কমিশনারদের এখতিয়ারভুক্ত। প্রাধিকার অনুযায়ী প্রথম তিন বছর কোন গাড়িই পায়নি কমিশনাররা।