সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু: শনাক্ত ১৪৭০।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু: শনাক্ত ১৪৭০।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪৭০ জন।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৭০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। আরও ৩২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩১২ জন হয়েছে।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন হয়েছে।