রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিবিধ | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ইউপি চেয়ারম্যানের কাণ্ড! সধবা ৩ বোন ও নাতনীকে দিচ্ছেন বিধবা ভাতা।।লালমোহন বিডিনিউজ
ইউপি চেয়ারম্যানের কাণ্ড! সধবা ৩ বোন ও নাতনীকে দিচ্ছেন বিধবা ভাতা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদের খোঁজে ভোলার চরফ্যাশন উপজেলাধীন আবুবকরপুর ইউনিয়নে। এসময় সত্তোর্ধ সালেহা বেগম নামের এক বিধবা জানান, তার স্বামী মারা গেছে প্রায় দেড় যুগ হয়েছে। এখনও কোন বিধবা বা বয়স্ক ভাতা পাইনি। চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গিয়েও কোন ব্যবস্থা হয়নি। তার কথার সাথে একমত পোষণ করে রহিমা বেগম নামের আরেক বিধবাও জানালেন, বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে তিনিও কোনও বিধবা ভাতা পাননি।
তাদের অভিযোগের সূত্র ধরে কথা হয় ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে। নাম গোপন রাখা শর্তে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব আমাদের জন্য কোনও বিধবা ভাতার নাম বরাদ্দ রাখেন নি। তাই দেওয়া সম্ভব হয়নি।
এই ওয়ার্ডে বিধবা থাকতেও কেন ভাতা পাচ্ছেন না তারা?
এমন উত্তর খুঁজতে গিয়ে ওই ওয়ার্ডের বিধবা ভাতা প্রাপ্তদের তালিকা সংগ্রহ করা হয়। তালিকায় দেখা যায়, আবুবকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ জমাদার তার সধবা ৩ বোন সুরমা বেগম স্বামী-নিজাম উদ্দিন (উপকারভোগী আইডি নং-০২০৯০০১৮১৬৮), ইয়ানুর বেগম স্বামী-মিলন জমাদার (উপকারভোগী আইডি নং-০২০৯০০১৭৮৬১), রেখা মামুনুর রহমান মঞ্জু (উপকারভোগী আইডি নং-০২০৯০০১৮১৬৯) সর্ব মাতা- শাহানারা বেগম এবং পিতা- মোঃ নুরুল ইসলাম ও চেয়ারম্যানের নাতনী মোসাঃ জিন্নাত স্বামী-মো: শাকিল (উপকারভোগী আইডি নং-০২০৯০০২৬২১২) মাতা-লাভলী বেগম এবং পিতা-মোঃ জসিম উদ্দিন (সাগর) এর নামে বিধবা ভাতার কার্ড করিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে স্বামী মামুনুর রহমান মঞ্জু জীবিত আছে জানিয়ে চেয়ারম্যানের বোন রেখা বলেন, আমার মা শাহানারা বেগম মারা গিয়েছেন। তার মৃত্যুর পর আমি ওই নামের বিধবা ভাতা পাই।
চেয়ারম্যানের আরেক বোন সুরমার খোঁজে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তবে সুরমার স্বামী মোঃ নিজাম স্ব-শরীরে সামনে দাঁড়িয়েই বলেন, নামের সাথে নামের মিল থাকতেই পারে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এই ইউনিয়নের উপকারভোগী জেলেদের তালিকায়ও রয়েছে ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদার এর দুই ছেলে এমরাণ ও অন্তরসহ নিজের আত্মীয় স্বজনের নাম। এমরাণ আবুবকরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আবুবকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ জমাদার বলেন, এটা কোনও ব্যাপার না। এ রকম সব জায়গায়ই হয়, তাতে কি হয়েছে? এ সময় তার কাছ থেকে ভিডিও বক্তব্য চাইলে কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি।
চরফ্যাশন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন জানান, এমন কোনও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ইউপি চেয়ারম্যান সিরাজ কর্তৃক বিভিন্ন উপকারভোগীর তালিকায় আত্মীয়করণ ও স্বজনপ্রীতির বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।