বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ৫০কেজি জাটকা আটক।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ৫০কেজি জাটকা আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ৫০ কেজি জাটকা আটক করেছে মৎস্য প্রশাসন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনাকালে এসব মাছ আটক করা হয়।
জানা যায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন দীর্ঘ ৮ মাস জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে অভিযান চালায় উপজেলা মৎস্য প্রশাসন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরে জাটকা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ কেজি জাটকা ইলিশ আটক করে। পরে আটককৃত মাছ উপজেলা চত্ত্বরে এনে এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরীব মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, তজুমদ্দিন থানার এসআই অলিউর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন সুমন প্রমুখ।